তথ্যপ্রযুক্তি

তুরস্ক-সিরিয়ায় বাংলাদেশ থেকে ফ্রি কল করা যাবে

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে ফ্রি ফোনকল করে যোগাযোগ করতে পারবেন। গ্রামীণফোন নেটওয়ার্কে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ার ফোনকলের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

Advertisement

গত সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়া সীমান্ত অঞ্চলে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। দিনরাত চলছে উদ্ধার তৎপরতা। ভয়াবহ এ ভূমিকম্পের খবরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত প্রিয়জনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন উদ্বিগ্ন স্বজনরা।

এরই ধারাবাহিকতায় গ্রামীণফোন বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ার আইএসডি আউটগোয়িং কল করার চার্জ ফ্রি করে দিয়েছে।

দেশ দুটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এরই মধ্যে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। দিয়েছে প্রয়োজনীয় সহায়তা। দেশের সর্বস্তরের মানুষ সমবেদনা জানিয়েছেন।

Advertisement

এইচএস/এমকেআর/জেআইএম