আন্তর্জাতিক

আসামে মৃদু ভূমিকম্প

আসামের নওগাঁয় চার মাত্রার মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সেখানে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চত করেছে। খবর এনডিটিভির।

Advertisement

এনসিএস জানায়, ভারতীয় সময় বিকেল চারটা ১৮ মিনিটের দিকে আসামের ওই এলাকায় ভূমিকম্প হয়।

আরও পড়ুন>ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে জড়িতদের বিরুদ্ধে ১১৩ পরোয়ানা জারি

এক টুইট বার্তায় সংস্থাটি জানায়, রোববার ভারতীয় সময় চারটা ১৮ মিনিটে আসামের নওগাঁয় চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ সময় এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

Advertisement

তাছাড়া চলতি মাসের শুরুর দিকে মনিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন>ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ভিসা দেবে জার্মানি

সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্ক যখন বিধ্বস্ত তখন ভারত থেকে এ ধরনের খবর পাওয়া গেলো। সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক-সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্প আঘাত হনে।

তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ছয়দিনের মাথায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজারের কাছাকাছি। বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে যোগ দিয়েছেন কয়েক হাজার সদস্য। এখনো প্রাণপণ উদ্ধারকাজ চালাচ্ছেন তারা।

Advertisement

এমএসএম