জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় দুই জোড়া তরুণীর মারামারির ভিডিও ভাইরাল হয়েছে।
Advertisement
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মারামারির এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই দুই তরুণী এক তরুণের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। দুই তরুণী বোন ও বান্ধবীকে নিয়ে সমঝোতা করতে এসে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারিতে লিপ্ত হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকা পরা দুই তরুণী শাড়ি পরা দুই তরুণীকে মারপিট করছে। শাড়ি পরা তরুণী সড়কের ওপর গেলে বোরকা পরা তরুণী তার বুকের ওপড় বসে পড়ে। বোরকা পরা তরুণী শাড়ি পরা তরুণীর চুলের মুঠো ধরে টানাহেঁচড়া করছে। কয়েকজন তাদের মারামারির দৃশ্য মোবাইলে ধারণ করে। ঘটনাস্থলে থাকা কয়েকজনকে তাদের নিবৃত্ত করতে দেখা যায়।
Advertisement
ঘটনাস্থলে উপস্থিত থাকা রনি হোসেন জানান, এক তরুণের সঙ্গে দুই তরুণীর প্রেমের সম্পর্ক। ঘটনাটি তাদের মধ্যে জানাজানি হয়। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। পরে তারা নিজেরাই সমঝোতার উদ্যোগ নেন। এজন্য দুই তরুণীর একজন শাড়ি আরেকজন বোরকা পরে তাদের বোন ও বান্ধবীকে নিয়ে শনিবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় আসেন। তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ করে এক জোড়া শাড়ি পরা ও এক জোড়া বোরকা পরা তরুণীর মধ্যে মারামারি শুরু হয়। তখন কয়েকজন তরুণ তাদের মারামারির দৃশ্য মোবাইলে ধারণ করেন। রাতুল নামে এক তরুণ মুঠোফোনে দুই জোড়া তরুণীর মধ্যে মারামারির দৃশ্য ভিডিও করেন।
তিনি বলেন, শনিবার বিকেলে আমরা কলেজের সামনে বারোঘাটি পকুরপাড়ে আড্ডা দিচ্ছিলাম। বিকেল সাড়ে ৪টার দিকে শাড়ি পরা দুই তরুণী বারোঘাটি পুকুরপাড়ে আসেন। সেখানে আগে থেকে বোরকা পরা দুই তরুণী অপেক্ষা করছিলেন। শাড়ি পরা দুই তরুণীর সঙ্গে বোরকা পরা দুই তরুণী গল্প করছিলেন। কয়েক মিনিট পর তাদের মধ্যে মারামারি শুরু হয়। অনেকেই তখন বিষয়টি মুঠোফোনে ধারণ করছিলেন। আমিও তরুণীদের মারামারির দৃশ্য ভিডিও ধারণ করি। পরে মারামারি ভেঙে দিলে তারা দ্রুত সটকে পড়েন।
তিনি আরও বলেন, যতদূর জেনেছি এক তরুণের সঙ্গে দুই তরুণীর প্রেমের সম্পর্ক নিয়ে মারামারির ঘটনা ঘটে। আমরা এক তরুণীকে চিনতে পেরেছি। তিনি জয়পুরহাট সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।
রাশেদুজ্জামান/এএইচ/এমএস
Advertisement