আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে শনিবার (১১ ফেব্রুয়ারি) একপ্রকার ঝটিকা সফরে ভারতের ত্রিপুরা রাজ্যে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র ৫ ঘণ্টার সফরকালে তিনি গত পাঁচ বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তা তুলে ধরেন। এদিন তিনি ত্রিপুরার ধলাই এবং গোমতি জেলায় পৃথক দুটি সভা করেন।
Advertisement
বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে সরাসরি রাজধানী দিল্লি থেকে আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে অবতরণ করেন মোদী। এরপর সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি সোজা চলে যান ধলাই জেলার আমবাসায়। প্রায় আধ ঘণ্টার ভাষণ শেষে সেখান থেকেই সরাসরি আবার চলে যান গোমতি জেলায়। সেখানেও রাধাকিশোরপুরে আয়োজিত একটি সভা থেকে আরও একবার রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠার কথা বলেন।
আরও পড়ুন>ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা
দুটি সভাতেই মোদীর ভাষণে ছিল উন্নয়নের সুর। তিনি বলেন, গ্লোবাল মানচিত্রে এখন স্থান করে নিয়েছে ত্রিপুরা রাজ্য। আর এই ত্রিপুরাকে দেখেই বোঝা যায় বিগত পাঁচ বছরে কতোটা উন্নয়ন হয়েছে।
Advertisement
আরও বলেন, পাঁচ বছর আগেও যেখানে হিংসা বিরাজ করতো সেখানে আজ ভয়মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। উন্নয়ন হয়েছে ছাত্র, যুব, কৃষক সব অংশের মানুষের। তিনি বলেন, ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা রাজ্যে এসে হিরা যোগের কথা বলেছিলেন তিনি। আজ এই পাঁচ বছরে এর সবকটিই পূরণ করা হয়েছে। ব্যাখ্যা করে বলেন, এইচ ফর হাইওয়ে, আই ফর ইন্টারনেট, আর ফর রেলওয়েজ, এ ফর এয়ারওয়েজ। প্রতিটি ক্ষেত্রেই গত পাঁচ বছরে উন্নয়ন এসেছে রাজ্যে।
আরও পড়ুন>সুষ্ঠু-অবাধ নির্বাচনের লক্ষ্যে ত্রিপুরায় কঠোর হচ্ছে প্রশাসন প্রধানমন্ত্রী মোদী বলেন, বিজেপি সরকারের আমলে ত্রিপুরার প্রত্যেকটি নাগরিক সরকারি বিভিন্ন যোজনাগুলোর সুযোগ পেয়েছে।
কিন্তু বাম কিংবা কংগ্রেসের শাসনকালে রাজ্যের নাগরিকরা শুধুই প্রতারণার শিকার হয়েছেন। তিনি বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে বলেই ধলাই জেলা দেশের কাঙ্ক্ষিত জেলাগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন বিজেপির সংকল্প পত্র-২০২৩ নিয়েও রাজ্য সরকারকে শুভেচ্ছা জানান তিনি।
মোদী ছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তিনি বলেন, প্রধানমন্ত্রী মানেই উন্নয়ন। প্রধানমন্ত্রীর দেখানো দিশায় আজ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলো উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
Advertisement
বাম-কংগ্রেস জোট নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত ৩৫ বছরে বাম কংগ্রেসের শাসনকালে এ রাজ্যে মানুষকে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো ঘটনা চালানো হয়েছে। আয়োজিত এই সভা দুটিতে মোদীর সঙ্গে ছিলেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবও।
এমএসএম