আন্তর্জাতিক

কুকুর-বিড়ালের মাংস বিক্রির সন্দেহে দোকানে অভিযান

খাদ্য হিসেবে কুকুর ও বিড়ালের মাংস বিক্রির সন্দেহে হংকংয়ের একটি দোকানে তল্লাশি অভিযান চালানো হয়েছে। সেখানে এই দুই প্রাণীর মাংস খাদ্য হিসেবে বিক্রি নিষিদ্ধ। কংকং কর্তৃপক্ষ এই তল্লাশি চালিয়েছে। খবর সিএনএনের।

Advertisement

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগ, খাদ্য ও পরিবেশগত স্বাস্থ্যবিধি বিভাগের যৌথ অপারেশন চলাকালীন ইয়াউ মা তেই জেলার একটি দোকানে কর্মকর্তারা কুকুর বা বিড়ালের মাংসের সন্দেহজনক নমুনা জব্দ করেছে।

এএফসিডি জানিয়েছে, ইয়াউ মা তেইতে এ ধরনের মাংস বিক্রি হচ্ছে এমন খবরেরভিত্তিতে অভিযান চালানো হয়। জায়গাটি অত্যন্ত জনবহুল ও বাণিজ্যিক। ঘটনার পর মাংসগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

লাইসেন্স ছাড়াই এই মাংস দোকানটিতে বিক্রি করা হচ্ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

Advertisement

আধা-স্বায়ত্তশাসিত চীনা শহরের আইনের অধীনে ১৯৫০ সাল থেকে হংকংয়ে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ। সংবাদটি প্রকাশের পরই এ বিষয়ে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

আইনপ্রণেতা গ্যারি চ্যান এক ফেসবুক পোস্টে বিড়াল এবং কুকুরের মাংস বিক্রিকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন।

এমএসএম

   

Advertisement