খেলাধুলা

‘আমার আর কোনো আফসোস নেই’

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের শামসুন্নাহার জুনিয়র আগে দু’বার অধিনায়কত্ব করলেও চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার তিনি পেরেছেন নেতৃত্ব দিয়ে দেশকে সাফ শিরোপা এনে দিতে।

Advertisement

এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শামসুন্নাহারময়ই হয়েছিল। অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জিতেছেন, ৫ গোল করে গোল্ডেন বুট জিতেছেন, জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও।

চার ম্যাচের তিনটিতেই ছিল গোল। এর মধ্যে হ্যাটট্রিক ছিল ভুটানের বিপক্ষে। অধিনায়ক হিসেবে প্রথম ট্রফি জয় ও নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ময়মনসিংহের কলসিন্দুরের এই যুবতি।

জাগো নিউজ: আরো একটা সফল মিশন শেষ করলেন। সাফের পর অনূর্ধ্ব-২০ সাফেরও শিরোপা। কেমন লাগছে এখন?

Advertisement

শামসুন্নাহার: এটা অবশ্যই ভালোলাগার বিষয়। আমরা সেপ্টেম্বরে সাফ জিতলাম, এবার অনূর্ধ্ব-২০ সাফ। দেশকে এই সাফল্য দিতে পেরে অনেক আনন্দিত আমি।

জাগো নিউজ: আপনার আনন্দতো অবশ্যই বেশি ছিল। কারণ, অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা। আগে অধিনায়ক হিসেবে শিরোপা ছিল না বলে কষ্ট ছিল আপনার।

শামসুন্নাহার: আমি এর আগে দু’বার বয়সভিত্তিক সাফে অধিনায়কত্ব করেছি। চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার হয়েছি। এখন আমার আর কোনো আফসোস নেই।

জাগো নিউজ: সিনিয়র সাফের ফাইনালে গোল ছিল, গোল ছিল অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালেও। কোন শিরোপাটাকে এগিয়ে রাখবেন?

Advertisement

শামসুন্নাহার: আমি অবশ্যই সিনিয়র সাফ জেতাটাকে এগিয়ে রাখবো। কারণ, আমাদের বয়সভিত্তিক সাফের ট্রফি থাকলেও সিনিয়রে ছিল না। সেটা পূরণ হয়েছে গত সেপ্টেম্বরে। যে কারণে আমি সিনিয়র সাফের শিরোপা জয়টাকেই এগিয়ে রাখতে চাই।

জাগো নিউজ: তারপরও অনূর্ধ্ব-২০ সাফে আপনি অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন। এটা তো ক্যারিয়ারের বড় অর্জন তাই না?

শামসুন্নাহার: অর্জন অবশ্যই। আমার অধিনায়কত্বে দেশ চ্যাম্পিয়ন হয়েছে সেটা আমার আজীবন মনে থাকবে।

জাগো নিউজ: আপনি সর্বাধিক গোলদাতা হয়েছেন, টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন। এবারের আসরতো আপানারই হয়ে গেলো।

শামসুন্নাহার: ব্যক্তিগত দুটি অর্জনের জন্য অবশ্যই আমি খুশি। হবে বেশি খুশি দল চ্যাম্পিয়ন হওয়ায়। আমাদের প্রতিজ্ঞা ছিল চ্যাম্পিয়ন হতেই হবে। হয়েছি।

জাগো নিউজ: আপনিতো প্রথম ম্যাচে চোট পেয়ে হাসপাতালে পর্যন্ত গিয়েছিলেন। তারপরও পরের সব ম্যাচ খেলেছেন। কোন সমস্যা হয়নি?

শামসুন্নাহার: আমার একটু চোট ছিল। তবুও আমি খেলেছি। আমি যদি না খেলতাম তাহলে দলের সমস্যা হতে পারতো। যে কারণে আমি খেলেছি এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।

জাগো নিউজ: ফাইনালে নামার আগে সতীর্থদের কাছে আপনার কি বার্তা ছিল?

সামসুন্নাহার: আমি সবাইকে বলেছিলাম জিততে হবে। আমরা ম্যাচ শেষে হারের কান্না নয়, জয়ের আনন্দ করবো। আমরা মাঠে সবাই সর্বোচ্চটা দিয়ে দেশকে শিরোপা এনে দিয়েছি।

জাগো নিউজ: ধন্যবাদ।

শামসুন্নাহার: আপনাকেও ধন্যবাদ।

আরআই/আইএইচএস/