দেশজুড়ে

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় হামলা, আহত ১৫

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এসময় সদর উপজেলার নথুল্লাবাদ, ধানসিঁড়ি, কেওড়া ও নবগ্রাম ইউনিয়নে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

Advertisement

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, নথুল্লাবাদ ইউনিয়নের যুগ্ম-সম্পাদক মো. শেখ লাভলুকে কুপিয়ে জখম করা হয়। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান, ৯ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানসহ বিএনপি নেতা সালাম, মানিক বিশ্বাস, ফরিদ, শহিদুল, বশির আহত হয়েছেন।

আরও পড়ুন: ১১ ফেব্রুয়ারি সব ইউনিয়নে, ১২ তারিখ ঢাকা উত্তরে বিএনপির পদযাত্রা 

তিনি অভিযোগ করেন, কেওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মাহাতাব উদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ছাত্রলীগকর্মীরা। একইভাবে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম বাদলকে পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়া জেলা তাঁতি দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. সেলিম আহসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মুন্না, যুবদল নেতা মো. শাহিন মাস্টারকে মারধর করা হয়।

Advertisement

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আতিকুর রহমান/আরএইচ/জিকেএস

Advertisement