খেলাধুলা

ক্রাচ হাতে এক পায়ে হাঁটছেন, ফেরার সংকল্প পান্তর

ক্রাচ হাতে এক পায়ে হাঁটছেন, ফেরার সংকল্প পান্তর

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর ফের হাঁটতে শুরু করেছেন ভারতীয় দলের তারকা উইকেটকিপার রিশাভ পান্ত। একা অবশ্য হাঁটতে পারছেন না। ক্রাচ হাতে এক পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার শক্তি সঞ্চয় করছেন।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় টুইটারে দুটি ছবি পোস্ট করেন পান্ত। ছবির সঙ্গে ভারতীয় দলের তারকা উইকেটকিপার লেখেন, 'একটা পা সামনের দিকে, আরও একটা শক্তিশালী পদক্ষেপ এবং আরও একটা ভালো পদক্ষেপ।'

ছবিতে দেখা গেছে, ডানপায়ের হাঁটু থেকে পায়ের পাতার কিছুটা উপর পর্যন্ত ব্যান্ডেজ আছে পান্তের। সেই পা কিছুটা ফুলে আছে বলে মনে হচ্ছে। পায়ের যে অংশে ব্যান্ডেজ নেই, সেই অংশটা কিছু কালো মনে হতে পারে। সম্ভবত ওই জায়গাতেও ব্যান্ডেজ ছিল।

ডান পা শূন্যে রেখে ক্রাচের উপর ভর দিয়ে হাঁটতে দেখা গেছে পান্তকে। বাঁ-পায়ে চপ্পল পরা ছবিতে। ওই পায়ে কোনও ব্যান্ডেজ চোখে পড়েনি। ডানহাতের কনুইয়ে ছোট একটা ব্যান্ডেজ দেখা গেছে।

Advertisement

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ভোরে উত্তরাখণ্ডের রুরকিতে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় পড়েন পান্ত। দুর্ঘটনায় তার বেঁচে যাওয়াটা কপালগুনে। গাড়িতে আগুন লেগে গিয়েছিল। কোনোক্রমে সেই গাড়ি থেকে বের হয়ে আসেন ভারতীয় উইকেটরক্ষক।

এমএমআর/জিকেএস