সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির কার্যালয়ে ভাঙচুর ও চুরির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
Advertisement
শুক্রবার (১০ ফেব্রুয়ারি ২০২৩) ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, বিবার্তার কার্যালয় ভাঙচুর ও চুরির ঘটনা গণমাধ্যমের জন্য অশনি সংকেত। ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির একজন সদস্য প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
জানা গেছে, রাজধানীর বাংলামোটরে বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিস। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিবার্তা ও জাগরণ টিভির কার্যালয় ভাঙচুর ও চুরির ঘটনা ঘটে।
Advertisement
এনএইচ/এমআইএইচএস