খেলাধুলা

লিটন-খুশদিলের ব্যাটে কুমিল্লার চ্যালেঞ্জিং পুঁজি

বলতে গেলে অঘোষিত কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচ যে দল জিতবে, সেই দল সেরা দুইয়ে থাকবে। ফাইনালে যাওয়ার জন্য পাবে দুটো সুযোগ।

Advertisement

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে লিটন দাস আর খুশদিল শাহর ব্যাটে চড়ে বেশ ভালো একটা সংগ্রহ দাঁড় করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫ উইকেটে তুলেছে ১৭৭ রান। অর্থাৎ জিততে হলে রংপুর রাইডার্সকে করতে হবে ১৭৮।

টস হারলেও ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করে কুমিল্লা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৬৩ রান। ওপেনার মোহাম্মদ রিজওয়ান ২১ বলে ২৪ করে আউট হওয়ার পর সুনিল নারিনও এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ফেরেন ৩ বলে ৮ রানে।

তবে লিটন দাস ঝোড়ো এক ইনিংস খেলেছেন। হাফসেঞ্চুরি প্রাপ্য ছিল। কিন্তু ৩৩ বলে তিনটি করে চার-ছক্কায় ৪৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

Advertisement

অধিনায়ক ইমরুল কায়েস ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ২০ বল খেলে করেন ১৯। তবে এরপর জাকের আলি আর শেষদিকে খুশদিল শাহ ঝড় তুলে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন।

জাকের ২৩ বলে ৩ ছক্কায় করেন ৩৪। খুশদিল দুইশ স্ট্রাইকরেটে ২০ বলে খেলেন হার না মানা ৪০ রানের ইনিংস। খুশদিলের এই ইনিংসে ২টি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কার মার।

রংপুরের আজমতউল্লাহ ওমরজাই ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৩৪ রান।

এমএমআর/জেআইএম

Advertisement