এবারের ভালোবাসা দিবস উপলক্ষে আবারও ভারতজুড়ে মুক্তি পাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান ও কাজলের সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। সর্বকালের অন্যতম সেরা ব্লকবাস্টার এই সিনেমা নিয়ে এখনও দর্শকদের মাঝে তুমুল আগ্রহ রয়েছে।
Advertisement
ভারতীয় সিনেমা ভুবনে আলোড়ন সৃষ্টি করা এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা সত্যিই নজরকাড়ে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, আজ (১০ ফেব্রুয়ারি) ভারতের ৩৭টি শহরে মুক্তি পাচ্ছে শাহরুখ- কাজলের চিরকালীন প্রেমের সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’।
আরও পড়ুন: নতুন সিনেমায় কাজল
মুম্বাই, পুনে, আহমেদাবাদ, সুরাট, ভদোদরা, গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়ডা, লখনৌ, দেহরাদুন, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ইন্দৌর, চেন্নাই, ভেলোর, ত্রিভান্দ্রাম এবং আরও বেশ কিছু শহরে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
Advertisement
প্রেক্ষাগৃহে আবারও ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সিনেমা মুক্তি পাওয়া প্রসঙ্গে যশরাজ ফিল্মসের ভাইস প্রেসিডেন্ট পরিবেশক রোহন মালহোত্রা বলেন, ভারতীয় সিনেমার ইতিহাসে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সবথেকে বেশি চলা সিনেমা। রোমান্টিক সব সিনেমার মধ্যে এটি অন্যতম। প্রজন্মের পর প্রজন্ম ধরে রোমান্টিক সিনেমা বলতে এটিকে মেনেছে।
রোহন মালহোত্র আরও বলেন, দর্শক এবং অনুরাগীরা বার বার আমাদের অনুরোধ করেছে। একবছর ধরে তারা অনুরোধ করেছেন যে, তারা সিনেমাকে বন্ধু এবং পরিবারের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখতে চান। আর তাই চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। আমরা দর্শকদের ইচ্ছা পূরণ করেছি। ১০ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন প্রান্তে ৩৭টি শহরে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
আরও পড়ুন: যেভাবে অভিনয়ে এলেন বলিউড অভিনেত্রী কাজল
তিনি আরও বলেন, যশরাজ ফিল্মস এবং শাহরুখ খান শুধুই ভারতীয় সিনেমার জগতে ব্লকবাস্টার জনপ্রিয় সব সিনেমা উপহারই দেয়নি, এর সঙ্গে দর্শকদের ভারতীয় সিনেমার প্রতি আকর্ষণ বাড়িয়েছে বহুগুণে।
Advertisement
এদিকে এখনও ভারতের প্রেক্ষাগৃহে চলছে ‘পাঠান’। একই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। এই প্রসঙ্গে রোহন মালহোত্রা বলছেন, এটা একটা অসাধারণ ঘটনা যে, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সর্বকালের সেরা ব্লকবাস্টার জনপ্রিয় সিনেমা যশরাজ ফিল্মসের। যা চলতি বছর ২৫ বছর উদযাপন করছে। আর এরই মধ্যে একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে ‘পাঠান’।
তিনি আরও বলেন, সেটি হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা। যা ৫০ বছর উদযাপন করছে যশরাজ ফিল্মসের। আমরা এই দুই সিনেমাকে একসঙ্গে দর্শকদের দেখানোর জন্য উত্তেজনা অনুভব করছি।
এমএমএফ/জেআইএম