দেশজুড়ে

জামিন চাইতে গিয়ে বিএনপি-ছাত্রদলের ৫ নেতা কারাগারে

তথ্য প্রযুক্তি মামলায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আবু হাসান খানসহ পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জামিন আবেদন না মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অন্য নেতারা হলেন- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা শফিকুর রহমান, উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের পল্লী চিকিৎসক ও বিএনপি নেতা মোস্তফা কামাল মোস্তাফিজ এবং জেলার সদর উপজেলার কলাখালীর বিএনপি নেতা খান মিলন।

খোঁজ নিয়ে জানা যায়, নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হাসান খান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে বিভিন্ন লোক কমেন্ট করেন। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর ৯ জনের নামে এবং বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় জেলার কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মাদ কারাভোগ করেন।

Advertisement

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পাঁচ নেতাকে কারাগারে পাঠানোয় তীব্র নিন্দা জানাচ্ছি। শাসক দল তাদের বিরোধী মতাদর্শের লোকদের কণ্ঠরোধ করতে এমন আইন করেছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, স্থানীয় মো. আল-আমীন খান নামের এক শাসক দলের নেতা মামলাটি করেছিলেন। জামিন নিতে গেলে আদালত পাঁচজনকে কারাগারে পাঠান।

এসজে/জেআইএম

Advertisement