একুশে বইমেলা

ক্যারিয়ার গাইডলাইন ‘ক্যারিয়ার ক্রসকাট’

বাংলাদেশ ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ক্যারিয়ারের পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে বই প্রকাশিত হয়েছে ‘ক্যারিয়ার ক্রসকাট’ নামে। যে কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক গাইডলাইন পেতে বইটি কাজ করবে।

Advertisement

স্নাতক সম্পন্ন করা একজন মানুষ কী করবেন? সরকারি চাকরি করবেন? নাকি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবেন? নাকি উদ্যোক্তা হবেন? পথ অনেক। কিন্তু সব পথ সবার জন্য নয়। কেউ স্বপ্ন দেখছেন তিনি সরকারি চাকরি করবেন। কিন্তু সরকারি চাকরির প্রস্তুতিগুলো কেমন হয়? সে সম্পর্কে তার হয়তো ধারণা নেই। আবার মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগদান করতে কী কী যোগ্যতা লাগে কিংবা কীভাবে একটি সিভি তৈরি করতে হয়। সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধারণা অনেকের নেই।

এ ছাড়া একেক ধরনের চাকরির যোগ্যতাও একেক রকম। আবার হাতেগোনা কয়েকটি চাকরির ক্ষেত্র ছাড়া অধিকাংশ শিক্ষার্থী জানেনও না, দেশে আরও কত রকমের চাকরির পথ তার জন্য উন্মুক্ত। অনেকে হয়তো একের পর এক ইন্টারভিউ দেওয়ার পরও ব্যর্থ হচ্ছেন একটি চাকরি পেতে। অনেকে বুঝতেও পারছেন না তার ভুলগুলো কী। এ ক্ষেত্রে এসব ব্যাপার জানার জন্য তেমন উল্লেখযোগ্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা নেই বললেই চলে।

আরও পড়ুন: বইমেলায় মুমতা হেনার ‘উপাখ্যান’

Advertisement

একদম প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থী থেকে শুরু করে শহর কিংবা মফস্বলের শিক্ষার্থী পর্যন্ত সবার কথা বিবেচনায় রেখে এ ধরনের ক্যারিয়ার প্রত্যাশীদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্যারিয়ার ক্লাব। যার নেপথ্যে আছেন বাংলাদেশ ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সত্যজিৎ চক্রবর্ত্তী। যিনি একজন লেখক, উদ্যোক্তা ও কর্পোরেট ট্রেইনার। অন্যজন হলেন ক্লাবের সহপ্রতিষ্ঠাতা মান্না দে। যিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে মান্না দে এবং সত্যজিৎ চক্রবর্ত্তীর সংকলন ও নির্দেশনায় ক্যারিয়ারের পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে প্রকাশিত হয়েছে বইটি। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। পাওয়া যাচ্ছে বইমেলার ৪৮৮ নম্বর স্টলে। মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।

এসইউ/এমএস

Advertisement