শিক্ষা

ভালো ফলের ধারাবাহিকতায় ঢাকা কমার্স কলেজ

প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে দেশসেরা ঢাকা কর্মাস কলেজ। ভালো ফলের ধারা অব্যাহত থাকায় বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন শিক্ষার্থীরা। তাদের এ উচ্ছ্বাসে যুক্ত হয়েছেন শিক্ষকরাও।

Advertisement

বুধবার (৮ ফেব্রুয়ারি) এইচএসসির ফলাফল প্রকাশের পর ঢাকা কর্মাস কলেজে গিয়ে এমন চিত্র দেখা যায়।

ঢাকা কর্মাস কলেজের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর কলেজটিতে থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন দুই হাজার ৮০২ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন দুই হাজার ৭৯৫ জন। পাসের হার ৯৯ দশমিক ৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ২৭৫ জন। ভর্তির সময় উভয় শাখায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিলেন ২৮৩ জন। অর্থাৎ এ কলেজে ভর্তির পর এক হাজার ৪৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ৮৫.৯৫ শতাংশ

Advertisement

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেওয়া এক হাজার ২৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ২৭৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন। পাসের হার ৯৯ দশমিক ৯২ শতাংশ। ভর্তির সময়ে এ বিভাগের শিক্ষার্থীদের মাত্র ৪২ জন ছিলেন জিপিএ-৫ প্রাপ্ত। ৫১৯ জনই কলেজটির আন্তরিক নার্সিং বা তত্ত্বাবধানে জিপিএ-৫ অর্জন করেছেন। উন্নয়নের শতকরা হার প্রায় ১০০ শতাংশ।

আরও পড়ুন: ‘পাসের হারে মেয়েরা এগিয়ে, ছেলেদের আরও মনোযোগী হতে হবে’

২০১৯ সালে খোলা বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া এক হাজার ৫২৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৫২১জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ১৫৯ জন। পাসের হার ৯৯ দশমিক ৬১ শতাংশ। ভর্তির সময়ে এই বিভাগে মাত্র ২৪১ জন শিক্ষার্থী ছিলেন জিপিএ-৫ প্রাপ্ত। অর্থাৎ ৯১৮ জনই কলেজটির আন্তরিক নার্সিং বা তত্ত্বাবধানে জিপিএ-৫ পেয়েছেন। উন্নয়নের শতকরা হার প্রায় ১০০ শতাংশ।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১৯৯১-২০০২ সাল পর্যন্ত কলেজটির গড় পাসের হার ছিল ৯৯ দশমিক ৪১ শতাংশ। ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ২০ বছরে কলেজটির গড় পাসের হার প্রায় ১০০ শতাংশ।

Advertisement

আরও পড়ুন: ভিকারুননিসায় পাসের হার ৯৯.৮৩

ভালো ফলাফল অর্জনের প্রতিক্রিয়ায় ঢাকা কর্মাস কলেজের অধ্যক্ষ ড. মো. আবু মাসুদ বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফলাফল অর্জনের ব্যাপারটিতে গুরুত্বারোপে মূলত আমাদের এই ধারাবাহিক অর্জন।

তিনি বলেন, দেশসেরা ঐতিহ্যবাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের দুর্লভ সুযোগ ও সমৃদ্ধ ক্যারিয়ারে আলোকিত মানুষ তৈরির একনিষ্ঠ অংশগ্রহণে আমরা অধিকতর যত্নশীল।

এমএইচএম/আরএডি/জিকেএস