চাহিদার পরিমাণ উৎপাদনের চেয়ে কম হওয়ায় বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (৮ ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের সংসদ সদস্য বেগম শামসুন নাহারের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
Advertisement
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত হাউজ হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে (ইইচআইইএস ২০১৬) অনুসারে দেশে খ্যাদ্যের মোট চাহিদা ২৩৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন। আর খাদ্যশস্যের উৎপাদন ৩৯১ লাখ ৩০ হাজার মেট্রিক টন।
আরও পড়ুন>> চালের দাম কমছে, আরও কমবে: খাদ্যমন্ত্রী
সরকারি দলের আরেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে (৩০ জানুয়ারি পর্যন্ত) সরকারি খাদ্যগুদামে ১৫ লাখ ৮৯ হাজার ২৮ মেট্রিক টন চাল ও তিন লাখ ৭৯ হাজার ৭৯ মেট্রিক টন গমসহ সর্বমোট ১৯ লাখ ৬৮ হাজার ১০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য মজুত বিবেচনায় আপাতত খাদ্যের কোনো ঘাটতি নেই।
Advertisement
আরও পড়ুন>> দেশে দুর্ভিক্ষের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
সরকারি দলের সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, চলতি আমন সংগ্রহ মৌসুমে সরকারিভাবে তিন লাখ মেট্রিক টন ধান ও পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এইচএস/এএএইচ/জেআইএম
Advertisement