দেশজুড়ে

খুলনার দাকোপ ঘুরে এলেন বেলজিয়ামের রানি

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও মানুষের সংগ্রাম দেখতে খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকা ও প্রকল্প পরিদর্শন করলেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে।

Advertisement

এ সময় তিনি সুন্দরবন সংলগ্ন এই উপজেলার কালাবগি ইউনিয়নের ঝুলন্তপাড়া পরিদর্শন এবং সুতারখালী ইউনিয়নে একটি পানি শোধনাগার উদ্বোধন করেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে হেলিকপ্টারযোগে দাকোপে যান বেলজিয়ামের রানি। তার সঙ্গে জাতিসংঘের আরও বেশ কয়েকজন কর্মকর্তা দাকোপে যান।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, বেলজিয়ামের রানি কালাবগি ইউনিয়নের ঝুলন্তপাড়ায় বন্যা সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন শেষে প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

Advertisement

তিনি আরও বলেন, রানির সফরের আগে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) একটি দল কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে। বিকেলে তিনি ঢাকায় ফেরেন।

আলমগীর হান্নান/এফএ/জেআইএম