অর্থনীতি

ডিএসই’তে দর পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার সব ক’টি সূচক কমেছে। দিবসের শুরুতে দাম কমার প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় এবং দিনের শেষে সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বৃহস্পতিবার ৩০ পয়েন্ট অথবা ০.৪২ শতাংশ কমে সার্বিক মূল্য সূচক দাঁড়ায় ৪৯৬১.৮৪। সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার সূচক কিছুটা বেড়ে হয়েছিল ৪৯৯২ পয়েন্ট। গতকাল আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট বেড়েছিল। ডিএস ৩০ নামে পরিচিত সূচক ১০ পয়েন্ট কমে হয়েছে ১৮৪৩.৬৯। ডিএসইএস সূচক পয়েন্ট কমে হয়েছে ১১৬১.৪৩।ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার মোট ৩০৫টি কোম্পানীর শেয়ার হস্তান্তর হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১০টি কোম্পানীর শেয়ারের। দাম কমেছে ১৬০টি কোম্পানীর শেয়ার এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানীর শেয়ার দর।শীর্ষ দর বৃদ্ধির তালিকায় উল্লেখযোগ্য কোম্পানীগুলো হচ্ছে- ফুওয়াং ফুড, কোহিনুর, বিডি ফাইন্যান্স, দেশ বন্ধু, বেক্সি ফার্মা উল্লেখযোগ্য।দর হ্রাসের শীর্ষ তালিকায় উল্লেখযোগ্য কোম্পানীগুলো হচ্ছে- রহিম ট্রেক্স, সোনালী আঁশ, এরামিট, বিডি অটোকার নিটল ইন্স্যুরেন্স উল্লেখযোগ্য।

Advertisement