খেলাধুলা

বরিশালের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

মর্যাদার লড়াইটা মূলত পয়েন্ট টেবিলের। এখনও পর্যন্ত ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১০টি করে ম্যাচ খেলেছে এবং দু’দলেরই পয়েন্ট সমান, ১৪ করে। তবে রান রেটে এগিয়ে বরিশাল। যে কারণে তারা দ্বিতীয় স্থানে এবং রানরেটে পিছিয়ে থেকে কুমিল্লা তৃতীয়।

Advertisement

আজ যারা জিতবে, তাদের শীর্ষে উঠে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল জিতলে তো তারাই উঠে যাবে শীর্ষে। ১৬ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে মাশরাফির সিলেট সিক্সার্স।

এমন এক সমীকরণের ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বরিশাল এবং কুমিল্লা। এই ম্যাচে সাকিবের বিপক্ষে কয়েন নিক্ষেপে জয় পেয়েছেন ইমরুল কায়েস এবং টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সাকিবের বরিশালকে।

এর আগে চট্টগ্রামে মুখোমুখি হয়েছিলো দুই দল। ওই ম্যাচে ১৭৭ রান করেছিলো বরিশাল। জবাবে ৭ উইকেটে ১৬৫ রানে থেমে যায় কুমিল্লা। ১২ রানে হেরে যায় ইমরুল কায়েসের দল। সুতরাং, তাদের সামনে আজ প্রতিশোধ নেয়ারও মিশন।

Advertisement

কুমিল্লার হয়ে আজ খেলতে নেমেছেন আন্দ্রে রাসেল এবং সুনিল নারিন।

আইএইচএস/