লাইফস্টাইল

‘রোজ ডে’তে প্রিয়জনকে কোন রঙের গোলাপ উপহার দেবেন?

ভ্যালেন্টাইনস উইকের প্রথম দিনটি শুরু হয় গোলাপ ফুল দিয়ে। প্রতিবছর ৭ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় ‘রোজ ডে’। এদিন সবাই তাদের অনুভূতি প্রকাশ করতে প্রিয়জনকে গোলাপ ফুল উপহার দেন।

Advertisement

আজকের দিনে যে শুধু প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী একে অপরকে গোলাপ দেবেন তা কিন্তু নয়। বাবা-মা, ভাই-বোধ কিংবা প্রিয় বন্ধুকেও আজ গোলাপ দিয়ে নিঃশর্ত ভালবাসি জানাতে পারেন। আত্মপ্রেমের চিহ্ন হিসেবে নিজের জন্যও গোলাপ কিনতে পারেন।

আরও পড়ুন: ভ্যালেন্টাইনস উইকের কোন দিনে কী দিবস?

রোমান পৌরাণিক কাহিনিতে গোলাপকে রহস্য ও আবেগের চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে শুক্রের সঙ্গে সম্পর্কিত, রোমান দেবীর সৌন্দর্য ও প্রেমের সঙ্গেও গোলাপকে যুক্ত করা হয়েছে।

Advertisement

সম্ভবত গোলাপের ঘ্রাণ ও আকর্ষণীয় রঙের কারণে এশিয়ান ও আরব সংস্কৃতির মতো পূর্ব সভ্যতায় গোলাপকে ভালবাসার সঙ্গে যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: প্রেমিকের শরীরের গন্ধেই স্ট্রেস কমবে প্রেমিকার, বলছে গবেষণা

ধারণা করা হয়, ভিক্টোরিয়ানরা প্রথম তাদের স্নেহের প্রতীক হিসেবে গোলাপ দিয়ে একে অপরের প্রতি ভালবাসা প্রদর্শনের প্রচলন ঘটায়। এরপর থেকেই ৭ ফেব্রুয়ারি গোলাপ হিসেবে পালিত হয়ে আসছে বিশ্বজুড়ে।

যদিও লাল গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত, তবে অন্যান্য রঙের গোলাপেরও কিন্তু বিশেষত্ব আছে।

Advertisement

আরও পড়ুন: মানসিক শান্তি পেতেই ৯০ শতাংশ মানুষ পরকীয়া করেন, বলছে সমীক্ষা

সাদা গোলাপ নির্দোষতা ও বিশুদ্ধতার প্রতীক, হলুদ গোলাপ বন্ধুত্ব ও নতুন শুরুর রোমাঞ্চের প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কমলা গোলাপ আকাঙ্ক্ষা নির্দেশ করে।

গোলাপি গোলাপ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে ব্যবহৃত হয়। অন্যদিকে নীল গোলাপ রহস্য বা অসাধ্য সাধনের প্রতীক।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

জেএমএস/জেআইএম