জাতীয়

সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা মামলায় যাবজ্জীবন সাজা, ১৭ বছর পর গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ১৭ বছর পর মো. মাসুম (৪৮) নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

Advertisement

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

আরও পড়ুন>> প্রবাসীর স্ত্রীকে ৪ বছর ধরে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

তিনি বলেন, গ্রেফতার মাসুমের বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ২০০২ সালের একটি সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে। ওই মামলায় ২০০৬ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে জীবনযাপন করে আসছিলেন।

Advertisement

আরও পড়ুন>> আদালতের হাজতখানায় ধর্ষণ মামলার আসামির সঙ্গে বাদীর বিয়ে!

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

আরএসএম/ইএ/জেআইএম

Advertisement