অর্থনীতি

গ্যাসের দাম ৯০০ টাকা বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না

গ্যাসের দাম ৯০০ টাকা বাড়লেও মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে না বলে দাবি করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, ‘এর প্রভাব এখন পড়বে না, হয়তো পরবর্তীসময়ে পড়তে পারে।’

Advertisement

ভর্তুকি কমানোয় মূল্যস্ফীতি বাড়ার বিষয়টি অস্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষ চাপে আছে। কিন্তু কেন ভর্তুকি কমানো হয়েছে, তা দেখতে হবে। আমরা প্রচুর ভর্তুকি দিচ্ছি। আমরা কত টাকায় কিনি, আর কত টাকায় বিক্রি করি, তাতেই বোঝা যায় কী পরিমাণ ভর্তুকি দিচ্ছি। ভর্তুকি আরও আগেই কমানো দরকার ছিল, তা ধীরে ধীরে কমিয়েছি।’

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মূল্যস্ফীতি কমার কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সরবরাহ বাড়ছে। কৃষিপণ্যের সরবরাহ বাড়ছে। শিল্পখাতের উৎপাদনও বাড়ছে।’

আরও পড়ুন>> উন্নত দেশ না হওয়া পর্যন্ত প্রচুর বিদেশি ঋণ নিতে হবে: প্রতিমন্ত্রী

Advertisement

এটি আইএমএফের শর্তের পরিপালন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইএমএফের সঙ্গে ভর্তুকি কমানোর কোনো সম্পর্ক নেই। আইএমএফ কোনো শর্ত দেয়নি। তারা সংস্কার চেয়েছেন। মূল্যস্ফীতি কমার যে তথ্য দেওয়া হয়েছে, তা কারিগরি দক্ষতার বৈজ্ঞানিক হিসাব দিয়েই বলেছেন। কাজেই এ নিয়ে সন্দেহ পোষণের কোনো কারণ নেই।’

চলতি বছরের জানুয়ারিতে গ্যাসের দাম শিল্পক্ষেত্রে প্রতি ঘনমিটারে ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। তবে এর কোনো প্রভাব দেখা যায়নি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির চিত্রে।

আরও পড়ুন>> ছাত্রলীগ করতাম, শিক্ষকতা শুরুর পর আ.লীগে জড়িয়েছি: ড. শামসুল

সংস্থার হিসাবে চলতি বছরের জানুয়ারি মাসেও দেশে মূল্যস্ফীতি কমেছে। নতুন বছরের প্রথম মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশে। এ নিয়ে টানা ছয়মাস দেশে মূল্যস্ফীতি কমলো। সোমবার বিবিএস সর্বশেষ মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে।

Advertisement

বিবিএসের মহাপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের দাম শতাংশের হিসাবে কত বেড়েছে? সেটি সর্বোচ্চ ৫ শতাংশ। এটিকে চার শতাধিক পণ্যের ওপর ভাগ দেন। গ্যাস ও বিদ্যুতের দামের প্রভাব মোট পণ্যের ওপর পড়তে আরও সময় লাগবে।’

এমওএস/এএএইচ