খেলাধুলা

পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ প্রস্তুতি শুরু মেয়েদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেলো বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের কাছে তারা হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে।

Advertisement

কেপটাউনে পাকিস্তানের সামনে মাত্র ১০১ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছিল বাংলাদেশ। একটা সময় ৬৯ রানে ৪ উইকেট তুলে নিয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত স্বল্প পুঁজি নিয়ে অসাধ্য সাধন করতে পারেনি মেয়েরা। ৪ ওভার হাতে রেখেই জিতে যায় পাকিস্তান।

অধিনায়ক নিদা দার আর আয়েশা নাসিম ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। নিদা দার ১৯ বলে ২৪ আর আয়েশা ১০ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের মারুফা আক্তার আর রুমানা আহমেদ নেন দুটি করে উইকেট।

Advertisement

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০০ রানেই থামে বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান (৪১ বলে) করেন শামীমা সুলতানা।

ওপেনার শুভানা মোস্তারি ২১ বলে ১৮ আর অধিনায়ক নিগার সুলতানা ১৮ বলে করেন ১৫ রান। বাকিদের কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। সালমা খাতুন ওপেনিংয়ে নেমে ফেরেন ৮ করে।

১৪তম ওভার চলার সময় ২ উইকেটে ৭০ রান ছিল বাংলাদেশের। এরপর ২৮ রান তুলতে ৫টি উইকেট হারায় মেয়েরা। নিয়মিত উইকেট হারানোতেই পুঁজিটা বড় হয়নি।

পাকিস্তানের নিদা দার ১২ আর নাসরা সান্ধু ১৯ রান খরচায় নেন দুটি করে উইকেট।

Advertisement

এমএমআর/এমএস