রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের আরও দুই নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষের ঘটনায় বহিষ্কার সব নেত্রীকে স্বপদে বহাল করা হলো।
Advertisement
রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন>> ইডেন কলেজ ছাত্রলীগের ১৪ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
এতে বলা হয়, নিজ আবেদনে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থি এবং সংগঠনের জন্য সম্মানহানি কারণ হয় এম কর্মকাণ্ডে জড়িত থাকবে না মর্মে অঙ্গীকার করায় ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস এবং সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
Advertisement
এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর দিনগত রাতে দুপক্ষের মারামারির ঘটনায় ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন>> ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬
পরে ৯ নভেম্বর রাতে বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে ইডেন কলেজ ছাত্রলীগের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এর কিছুদিন পর ২৩ নভেম্বর রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কার হওয়া ১৪ নেত্রীর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়।
নাহিদ হাসান/ইএ/এমএস
Advertisement