আন্তর্জাতিক

তুরস্ক ও সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫০

তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৫০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে এ তথ্য।

Advertisement

আরও পড়ুন> তুরস্কে ভূমিকম্পে নিহত বেড়ে ১৭, দ্রুত উদ্ধার কাজের নির্দেশ

রয়টার্সের খবরে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৫০ জনের বেশি ‍নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবারের এ দুর্যোগে সিরিয়া, লেবানন ও সাইপ্রাসে ভবন ধসের ঘটনা ঘটেছে।

Survivor being pulled from #earthquake rubble in Turkey.pic.twitter.com/POliq0mBPt

Advertisement

— Scott McClellan (@ChaseTheWX) February 6, 2023

কর্মকর্তাদের প্রাথমিক বিবৃতিতে তুরস্কের মালতায়া প্রদেশে কমপক্ষে ২৩ জন, সানলিউরফায় ১৭ জন, দিয়ারবাকিরে ছয়জন এবং ওসমানিয়াতে আরও পাঁচজন নিহত হয়েছেন।

Multiple apartment buildings have collapsed after a powerful earthquake in southern Turkey pic.twitter.com/wydrBj94RL

— BNO News (@BNONews) February 6, 2023

এদিকে, এপির খবরে বলা হয়েছে, সিরিয়ায় ভূমিকম্পে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ

Advertisement

এসএনআর/জেআইএম