দেশজুড়ে

কুমিল্লায় পাঁচ লাখ ভারতীয় আতশবাজিসহ ৫ যুবক গ্রেফতার

কুমিল্লায় সোয়া পাঁচ লাখ ভারতীয় আতশবাজিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৫ ফেব্রুয়ারি) র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

এর আগে শনিবার রাতে নগরীর অশোকতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- জেলার বরুড়া উপজেলার হরিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. সোহেল (২৮), চান্দিনা উপজেলার বরকড়ি গ্রামের আবুল কালামের ছেলে মো. আরমান (২৭), নগরীর শাসনগাছার লিটন মিয়ার ছেলে মো. রনি হোসেন (২৬), একই এলাকার মো. মনির হোসেনের ছেলে এমরান হোসেন (২৪) ও খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২৮)।

আরও পড়ুন: শার্শায় ২৫ লাখ টাকার আতশবাজি ও জর্দা উদ্ধার

Advertisement

মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ লাখ ৩৭ হাজার ১০০ পিস আতশবাজি, ১৭ হাজার পিস মেহেদী, ১৮ হাজার পিস চকোলেট, এক হাজার ২৮০ পিস তেল, তিন হাজার ৫০০ পিস পাউডার, ৭২০ পিস উডওয়ার্ড গ্রিপস ওয়াটার জব্দ করা হয়।

তিনি আরও জানান, তাদের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

Advertisement