ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চারতলায় এসি বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
Advertisement
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন ভবনের চারতলার কিডনি বিভাগে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরের উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি হাসপাতালের কর্মচারীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পরে আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: প্রেমিকাকে বাসায় ডেকে এনে স্ত্রীকে সঙ্গে নিয়ে হত্যা
Advertisement
এদিকে, এসি বিস্ফোরণের ঘটনায় নতুন ভবনের ছয়তলা ও আটতলার রোগীরা আতঙ্কে নিচে নেমে আসেন। এসময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
আব্দুল মজিদ নামে এক রোগী বলেন, আগুন লাগার খবর শুনে দ্রুত নামতে গিয়ে আরও অসুস্থ হয়ে গেছি। পরে আগুন নিয়ন্ত্রণে এলে আমাদের আবার ওয়ার্ডে যেতে বলা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন ভবনের চারতলায় কিডনি বিভাগে বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কাজী আল-আমিন/আরএডি/জিকেএস
Advertisement