ফরিদপুরের চরভদ্রাসনে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে সুকুমার হালদার (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষ্মীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে।
Advertisement
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু জাগো নিউজকে বলেন, রোববার সকাল ১০টার দিকে একটি স্পিডবোট দোহারের মৈনটঘাট থেকে যাত্রী নিয়ে চরভদ্রাসনের গোপালপুর ঘাটে আসছিল। পথে অপরদিক থেকে আসা একটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সুকুমার হালদার নিহত হন এবং অপর দুই যাত্রী আহত হন।
আহতরা হলেন, চরভদ্রাসন উপজেলার বিএসডাঙ্গী গ্রামের ববি আক্তার (৩৬) ও বারেক শিকদার (৬২)। তাদের উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস