দেশজুড়ে

লক্ষ্মীপুরে পল্লী উন্নয়ন বোর্ডের ১৩ পদ শূন্য, ব্যহত ঋণ কার্যক্রম

লক্ষ্মীপুর পল্লী উন্নয়ন বোর্ডের জেলা কার্যালয়সহ পাঁচটি উপজেলায় ১৩টি পদ শূন্য রয়েছে। এরমধ্যে চারটিতেই পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) নেই। এতে করে ব্যহত হচ্ছে উন্নয়নমূলক কাজ ও আবর্তক ঋণ কার্যক্রম।

Advertisement

বিআরডিবি লক্ষ্মীপুর জেলা কার্যালয় সূত্র জানা যায়, জেলা কার্যালয়ে জুনিয়র অফিসার ও অফিস সহায়ক পদ শূন্য রয়েছে। এছাড়া সদর, রায়পুর, রামগতি, রামগঞ্জ ও কমলনগর কার্যালয়ের ১৫টি পদের ১১টি শূন্য আছে। এরমধ্যে সদর, রায়পুর, রামগতি ও রামগঞ্জে আরডিও নেই। সদর, রামগঞ্জ ও রামগতি কার্যালয়ে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) পদও শূন্য রয়েছে। রামগতি উপজেলাতে জুনিয়র অফিসার (হিসাব রক্ষক) থাকলেও তিনি সদর, রায়পুর, কমলনগর ও রামগঞ্জ কার্যালয়ের শূন্যপদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। কমলনগরের এআরডিও মো. আলাউদ্দিন রামগঞ্জের আরডিও পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে নিজ কার্যালয়ে সময় দিতে পারছেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

এদিকে সদর উপজেলাতে দীর্ঘ কয়েকবছর ধরে আরডিও, এআরডিও ও হিসাবরক্ষক পদ শূন্য রয়েছে। সবশেষ ২৬ ডিসেম্বর আরডিও (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) হিমাংশু বণিক অবসরে যান। তিনি রামগঞ্জ উপজেলা কার্যালয়ের এআরডিওর দায়িত্বে ছিলেন। সেখানেও তিনি আরডিও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।

Advertisement

রামগতি উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোয়েব খন্দকার বলেন, আমার এখানে আরডিও এবং এআরডিও নেই। রায়পুরের এআরডিও এখানে আরডিও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি অসুস্থ, ঠিকমতো অফিস করতে পারেন না। আমার অফিসের জুনিয়র অফিসার (হিসাব রক্ষক) আরও চারটি উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করেন। পদগুলো শূন্য থাকায় আবর্তক ঋণ কার্যক্রম বন্ধ রয়েছে।

রায়পুর বিআরডিবির চেয়ারম্যান শফিক খান বলেন, আমাদের কার্যালয়ে আরডিও এবং হিসাবরক্ষক পদটি শূন্য রয়েছে। আমার কার্যালয়ের এআরডিও আবদুস সাত্তার সদর ও রামগতি কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন। রায়পুরেও তিনি আরডিও হিসেবে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। এজন্য নিজ কার্যালয়ের কাজও ঠিকমতো চালাতে হিমশিম খেতে হচ্ছে।

আরও পড়ুন: কলেজে ভর্তি হওয়া হলো না ইস্রাফিলের

রামগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া জানান, তার কার্যালয়ের আরডিও, এআরডিও ও হিসাবরক্ষক পদটি শূন্য। এতে তাদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্তরা দায়সারাভাবে কাজ করে যাচ্ছেন।

Advertisement

সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, আমার কার্যালয়ের সরকারি তিনটি পদই শূন্য। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্তরা দায়সারাভাবে কাজ করে চলে যায়। এতে সব ধরনের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে পড়েছে।

আরও পড়ুন: মেঘনার বুকে নতুন চর, স্বপ্ন সবুজ বিপ্লবের

লক্ষ্মীপুর জেলা বিআরডিবি কার্যালয়ের উপ-পরিচালক হাফিজুর রহমান ভূঁইয়া বলেন, আমার কার্যালয়েই দুটি পদ শূন্য রয়েছে। এতে কার্যক্রম ব্যহত হচ্ছে। ডিজিসহ আমি প্রধান কার্যালয়ে লিখিতভাবে শূন্যপদে নিয়োগের বিষয়টি জানিয়েছি। সারাদেশে আরডিও ও জুনিয়র অফিসার পদে একটি নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা কয়েকটি পদে জনবল দিতে পারবো।

কাজল কায়েস/জেএস/জেআইএম