আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
পুরো ইউক্রেন জ্বলবে: মেদভেদেভ
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বরাবরই হুমকি দিয়ে আসছে রাশিয়া। এবার রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বললেন, ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের পরিমাণ যত বাড়বে রাশিয়ার প্রতিশোধমূলক হামালাও তত বাড়বে।
সড়ক থেকে বিয়ার লুট করার ভিডিও ভাইরাল
Advertisement
বিয়ার বোঝাই ট্রাক যাচ্ছিল সড়ক দিয়ে। দুর্ঘটনারকবলে পড়ে ট্রাকটি উল্টে যায়। ফলে ট্রাকে থাকা বিয়ার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এরপর সেখান থেকে অনেককে বিয়ার লুট করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে চিলির সান্তিয়াগোতে।
রাশিয়া-ইউক্রেনের বন্দি বিনিময়, মুক্ত ১৭৯
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলমান থাকলেও অব্যাহত রয়েছে বন্দি বিনিময় প্রক্রিয়া। এরই অংশ হিসেবে এবার দুই দেশের প্রায় ১৭৯ জন মুক্তি পেয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশ দুইটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
অবশেষে জামিনে মুক্তি পেলেন ইরানি পরিচালক জাফর পানাহি
Advertisement
পুরস্কারপ্রাপ্ত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি কারাগারে অনশন কর্মসূচি পালনের দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার তাকে তেহরানের আলোচিত এভিন কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।
পি কে হালদার আরও ১২ দিনের কারা হেফাজতে
কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলার আসামি বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ ছয় আসামিকে অতিরিক্ত ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতে বা কারা হেফাজতে রাখার নির্দেশ দেন।
মিয়ানমারের ৩৭ শহরে মার্শাল ল জারি
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের দুই বছর পর জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে দেশটির জান্তা সরকার। এ ঘোষণার পরপরই এবার ৩৭টি শহরে মার্শাল ল জারি করা হলো।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দরকার বলিষ্ঠ কূটনৈতিক হস্তক্ষেপ: জাতিসংঘ দূত
জেরুজালেমে জাতিসংঘের দূত টর ওয়েনেসল্যান্ড বলেন, ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোর মধ্যে সহিংসতা বাড়ছে, তাতে পরিস্থিতি গুরুতর পর্যায়ে পৌঁছেছে। রক্তক্ষয়ী এ সংঘাত বন্ধে দরকার বলিষ্ঠ কূটনৈতিক হস্তক্ষেপ।
যুক্তরাষ্ট্রের পর লাতিন আমেরিকায় চীনা নজরদারি বেলুন: পেন্টাগন
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশসীমায় চীনা নজরদারি বেলুন উড়ার খবরের পর এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানালো, লাতিন আমেরিকায়ও উড়তে দেখা গেছে চীনের দ্বিতীয় নজরদারি বেলুন। শুক্রবার রাতে পেন্টাগন এ তথ্য জানায়।
নাইজেরিয়ায় বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৪০
নাইজেরিয়ায় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট সদস্যদের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উত্তরাঞ্চলের কাতসিনা রাজ্যে এ ঘটনা ঘটে। দেশটিতে সংসদীয় ও প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভয়াবহ সংঘর্ষের ঘটনা এটি।
হিনডেনবার্গের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা
এবার মার্কিন বিনিয়োগ গবেষণা সংস্থা হিনডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলো। শুক্রবার (৩ জানুয়ারি) আইনজীবী এমএল শর্মা জনস্বার্থে এ মামলা দায়ের করেন।
এমএসএস/জেআইএম