কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী এনজিওকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে ৯৯৯- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নিশাত আহমেদ (২৫) শহরের পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের বাড়ির ছাদের একটি রুমে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি চকরিয়ার ডুলাহাজারায়।
আরও পড়ুন: কক্সবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থান দখলচেষ্টার অভিযোগ
বাড়ির মালিক গফুর সওদাগর বলেন, আমাদের বাসার চারতলার ছাদে থাকা রুমে দুইমাস আগে একা ভাড়ায় উঠেন ইউএনডিপির নারীকর্মী নিশাত আহমেদ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার বাসা থেকে একটি চিৎকারের শব্দ পেয়ে আমার মেয়েরা। এরপর দৌড়ে নিশাতের রুমের দিকে যায়। তার রুমের দরজা ভিড়ানো ছিল। ধাক্কা দিতেই খুলে যায়। এসময় আমার মেয়েরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয় এবং জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে মরদেহ নামায়।
Advertisement
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: টেকনাফে ছোট ভাই হত্যায় বড় ভাই গ্রেফতার
তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এখনো কোনো কিছু জানা যায়নি।
সায়ীদ আলমগীর/জেএস/এমএস
Advertisement