আন্তর্জাতিক

১৮ দিন আমদানিব্যয় মেটানোর রিজার্ভ আছে পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকে

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মারাত্মক ঝুঁকিপূর্ণ স্তরে নেমে গেছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মরিয়া হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিদেশি ঋণ পেমেন্টের কারণে রিজার্ভ ৫৯২ মিলিয়ন ডলার কমে তিন হাজার ৮৬ দশমিক দুই মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০১৪ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। তাছাড়া এই রিজার্ভ দিয়ে মাত্র ১৮ দশমিক ৫ দিনের আমদানি খরচ মেটানো যাবে।

আরও পড়ুন>আইএমএফ’র শর্ত মানতে গিয়ে পাকিস্তানি রুপির রেকর্ড পতন

এদিকে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ রয়েছে মাত্র পাঁচ হাজার ৬৫৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। এ নিয়ে দেশটির মোট রিজার্ভ দাঁড়িয়েছে আট হাজার ৭৪১ দশমিক সাত মিলিয়ন ডলার।

Advertisement

আরও পড়ুন>পাকিস্তানে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ময়দা

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ৪৭৬.১৭ মিলিয়ন ডলারের প্রথম কিস্তি বাংলাদেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার ৯৪ কোটি টাকা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ অর্থ পায় বাংলাদেশ। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে।

এমএসএম

Advertisement