শিক্ষা

চট্টগ্রামে আবেদনের শেষ সুযোগ পেলেন ১৪ হাজার শিক্ষার্থী

চট্টগ্রামে চলতি বছর এসএসসি পাস করা প্রায় সাড়ে ১৪ হাজার শিক্ষার্থী এখনো একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাননি। তবে ভর্তির বাইরে থাকা এসব শিক্ষার্থীকে নতুন করে আবেদনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

Advertisement

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে পুনরায় আবেদন করতে পারবেন। একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) প্রবেশ করে আবেদন করতে পারবেন তারা।

আরও পড়ুন >> একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু ৬ ফেব্রুয়ারি

Advertisement

আবেদন যাচাই–বাছাই শেষে ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় সর্বশেষ এ ধাপের ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচিতদের নিশ্চয়ন ও কলেজ ভর্তি চলবে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের ফল প্রকাশের পর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয় গত ২২ জানুয়ারি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্ধারিত সূচি অনুসারে ৩১ জানুয়ারি এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ১ ফেব্রুয়ারি একাদশের ক্লাসও শুরু হয়েছে। কিন্তু চট্টগ্রামের সাড়ে ১৪ হাজার শিক্ষার্থী এখনো ভর্তির বাইরে রয়ে গেছেন। এর মধ্যে জিপিএ–৫ পাওয়া ৯১ জন শিক্ষার্থীও রয়েছেন। তিনদফা আবেদন ও ফলাফলে ভর্তির জন্য কোনো কলেজে মনোনয়ন পাননি এসব শিক্ষার্থী।

আরও পড়ুন>> ভর্তির সময় মলিন হয়ে যায় ভালো ফলাফলের উচ্ছ্বাস

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বলেন, এখনো কলেজ না পাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। এটি শেষ সুযোগ। আগের মতোই অনলাইনে তারা আবেদন করবে। নির্ধারিত সময়ের (৬ থেকে ৮ ফেব্রুয়ারি) মধ্যে এসব শিক্ষার্থীকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে বলে জানান তিনি।

Advertisement

ইকবাল হোসেন/ইএ/জেআইএম