রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Advertisement
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে এ অভিযান শুরু হয়েছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক।
আরও পড়ুন: ভুল তথ্যে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা
তিনি বলেন, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় দালালচক্র। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুর থেকে অভিযান শুরু হয়। র্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে নেতৃত্বে দিচ্ছেন।
Advertisement
আরও পড়ুন: ছোট মেয়েকে নিয়ে আত্মগোপনে ইমরান শরিফ, উদ্ধার করলো র্যাব
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
টিটি/বিএ/জিকেএস
Advertisement