জাতীয়

‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান কেনার নির্দেশ

চলতি আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম পিছিয়ে আছে। তাই অ্যাপের পাশাপাশি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সম্প্রতি এ নির্দেশনা দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে চিঠি।

আরও পড়ুন: মিলার-কৃষকের অনীহা, ধান-চাল সংগ্রহে খাবি খাচ্ছে সরকার

এতে বলা হয়, ন্যায্যমূল্য প্রদানের লক্ষ্যে সরাসরি কৃষকের কাছ থেকে তিন লাখ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছরের ১৭ নভেম্বর থেকে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২৩ শুরু হয়। এর মধ্যে ১৮ জানুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে দুই হাজার ৮৬ টন, যা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে খুবই কম।

Advertisement

এ অবস্থায় ধান সংগ্রহ কার্যক্রম সফল ও কৃষকদের ন্যায্যমূল্য দিতে কৃষকের অ্যাপের পাশাপাশি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান কিনে সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

আরও পড়ুন: আমন সংগ্রহ সফল করতে সরকারের ১৭ নির্দেশনা

এবার আমন মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন চাল ও তিন লাখ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। প্রতি কেজি চাল কেনা হচ্ছে ৪২ ও ধান ২৮ টাকায়। আমন ধান ও চাল সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: কৃষকের সাড়া কম, তবু বাড়ছে অ্যাপে ধান কেনার পরিসর

Advertisement

আরএমএম/জেডএইচ/এমএস