দেশজুড়ে

সিলেট পাসপোর্ট অফিসে আটক ৪ দালালের জেল

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে আটক চার দালালের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ঝটিকা অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার শাহিনা আক্তার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আব্দুল মতিন (৪৯), মো. রাজু আহমদ (৪০), কিরন দেবনাথ (৫৬) ও পিয়াস মিয়া (২৪)।

র‌্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান বলেন, গোয়েন্দাদের মাধ্যমে পাসপোর্ট অফিসকে নজরদারিতে রেখেছিলাম। আজ চার দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন: হত্যা মামলায় বাবা-মা-ছেলের যাবজ্জীবন

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার বলেন, সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে মানুষ হয়রানির শিকার হচ্ছেন দীর্ঘদিন ধরে। দালাল চক্রের কারণে সারাদিন ঘুরেও তারা কাজ করতে পারেন না। দালালরা মোটা অঙ্কের বিনিময়ে কাজ করেন। এমন অপকর্ম বন্ধ করতে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছামির মাহমুদ/এসজে/এএসএম

Advertisement