দেশজুড়ে

হত্যা মামলায় বাবা-মা-ছেলের যাবজ্জীবন

কক্সবাজারে হত্যা মামলায় বাবা-মা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মা-বাবাকে ৩০ হাজার টাকা এবং ছেলেকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক নিশাত সোলতানা এ রায় ঘোষণা করেন ।

আরও পড়ুন: সিরাজগঞ্জে বৃদ্ধা নানিকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

সাজাপ্রাপ্তরা হলেন- টেকনাফের বাহারছড়ার উত্তর শীলখালীর মোহাম্মদ মঞ্জুর প্রকাশ কল মঞ্জুর, তার স্ত্রী আমিনা খাতুন ও ছেলে মোহাম্মদ ফোরকান। এদের মধ্যে ফোরকান পলাতক আছেন। তবে তার বাবা-মা রায়ের সময় এজলাসে উপস্থিত ছিলেন।

Advertisement

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির দায়ে ২ যুবকের কারাদণ্ড

মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় টেকনাফ বাহারছড়ার উত্তর শীলখালী বইল্যাছড়া এলাকায় আব্দুল করিম নামে এক ব্যক্তিকে হামলা করা হয়। পরদিন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেন নিহতের স্ত্রী খোরশিদা বেগম। ২০২১ সালের ১৭ অক্টোবর মামলার তিনি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

Advertisement

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম