ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া ও দেশে আসার সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।
Advertisement
সোমবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাটিলা সীমান্তের বাঁশবাড়িয়া গ্রাম থেকে ভারতে যাওয়ার সময় ৯ জন ও মাটিলা গ্রামের মাঠ দিয়ে ভারতে থেকে বাংলাদেশ আসার সময় চারজনকে আটক করা হয়।
Advertisement
বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এমএস