ক্যাম্পাস

১৩৪ আসনে স্পট অ্যাডমিশন ২ ফেব্রুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে দুই ইউনিটে ১৩৪টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তাৎক্ষণিক সাক্ষাৎকারে ভর্তির (স্পট অ্যাডমিশন) সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে শাবিপ্রবির ভর্তি কমিটির টেকনিক্যাল কর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম এ বিষয়টি নিশ্চিত করেছেন। অষ্টম মেধাতালিকা থেকে ভর্তির পরও আসন ফাঁকা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ৭ ফেব্রুয়ারি

তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘এ’ ও ‘বি’ ইউনিটে থাকা শূন্য আসনসমূহ মেধাক্রমের ভিত্তিতে তাৎক্ষণিক সাক্ষাৎকারে ভর্তি (স্পট অ্যাডমিশন) করা হবে। এ লক্ষ্যে ওয়েবসাইটে উল্লেখিত মেধাক্রমভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২ ফেব্রুয়ারি নির্ধারিত স্থান ও সময়সূচি অনুযায়ী (প্রাথমিক ভর্তি হয়ে থাকলে ‘অ্যাকনলেজমেন্ট স্লিপ’ নিয়ে) উপস্থিত হতে বলা হচ্ছে।

Advertisement

তিনি আরও বলেন, ওয়েবসাইটে উল্লেখিত বিভাগে তারাই ভর্তি হতে পারবেন যাদের স্পট অ্যাডমিশনের জন্য ডাকা হয়েছে এবং তাদের পছন্দের তালিকায় উক্ত বিভাগসমূহ রয়েছে।

আরও পড়ুন: শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’র দুই দশক পূর্তি

ওয়েবসাইট সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের মেধাক্রম ৮০০১ থেকে ৯৪০০ পর্যন্ত সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ১২১ নম্বর রুমে সাক্ষাৎকার ও ভর্তি চলবে। অন্যদিকে, দুপুর ২টা থেকে ‘বি’ ইউনিটের মেধাক্রম ১১০১ থেকে ১৬৫০ পর্যন্ত একই জায়গায় ভর্তি চলবে। আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ দেওয়া হবে।

নাঈম আহমদ শুভ/জেএস/জেআইএম

Advertisement