দেশজুড়ে

ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির দায়ে ২ যুবকের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে দুই যুবককে দশ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. ইসলাম শেখ (২৪) ও একই এলাকার কামরুল হাসান (২২)।

আরও পড়ুন: পদ্মা তীর থেকে বালু উত্তোলন, ২ ব্যক্তির দণ্ড

Advertisement

স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, অননুমোদিতভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে দুজনকে দশদিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এবিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বলেন, ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস

Advertisement