অর্থনীতি

এসবিএসি’র মোহাম্মদ নাওয়াজের ব্যাংক হিসাব তলব

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান মোহাম্মদ নাওয়াজের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মোহাম্মদ নাওয়াজের সব ধরনের হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বিএফআইইউ।

Advertisement

বিএফআইইউ’র চিঠি অনুযায়ী, মোহাম্মদ নাওয়াজের পিতার নাম মোহাম্মদ ফারুক আর মাতার নাম সানোয়ারা বানু। সূত্রাপুর থানার ওয়ারীর বাসার ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) উল্লেখ রয়েছে চিঠিতে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে মোহাম্মদ নাওয়াজের সব ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে চিঠির মাধ্যমে।

আরও পড়ুন: এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে দুই মামলা

মোহাম্মদ নাওয়াজ ২০২১ সালের আগস্ট মাসে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিতে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের পরিচালক।

Advertisement

ইএআর/এমএইচআর/জেআইএম