২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ের ব্যবসায় শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় প্রতিষ্ঠানের মুনাফা আগের বছরের তুলনায় কমে গেছে। এরমধ্যে রয়েছে বসুন্ধরা পেপার, আমরা টেকনোলজিস, সোনারগাঁও টেক্সটাইলস, বেক্সিমকো, মীর আক্তার, মেঘনা সিমেন্ট, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বেক্সিমকো ফার্মা এবং আর্গন ডেনিমস।
Advertisement
কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
বসুন্ধরা পেপার
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৭০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭২ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২ পয়সা।
Advertisement
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মুনাফা কমায় ২০২২-২৩ হিসাব বছরের প্রথম ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ৮৫ পয়সা।
আমরা টেকনোলজিস
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬০ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ৪৪ পয়সা।
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে মুনাফা কমায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১০ পয়সা।
Advertisement
সোনারগাঁও টেক্সটাইলস
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২৩ পয়সা।
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২০ পয়সা।
বেক্সিমকো
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩ টাকা ৬০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৪৫ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৮৫ পয়সা।
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭ টাকা ৩৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৮ টাকা ৪৮ পয়সা।
মীর আক্তার
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৭৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৯ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ২৩ পয়সা।
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৫ পয়সা।
মেঘনা সিমেন্ট
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫০ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ১৬ পয়সা।
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৯২ পয়সা।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪২ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ৯ পয়সা।
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৮৮ পয়সা।
বেক্সিমকো ফার্মা
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৮৪ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১ টাকা ৭ পয়সা।
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ১২ পয়সা।
আর্গন ডেনিমস
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৪ পয়সা।
২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৪৬ পয়সা লোকসান হয়।
এমএএস/এমএইচআর/জিকেএস