বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপুর পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে দেড় হাজার মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে বগুড়া জেলা যুবলীগ। এসময় শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
Advertisement
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহনের নেতৃত্বে এই বিশাল মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেন বগুড়া যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
এর আগে আলতাফুন্নেছা খেলার মাঠে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে নির্বাচনী বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনের নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু।
Advertisement
এসময় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন মোটরসাইকেল শোডাউনের করার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, আমরা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছি। তবে এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কী না বলতে পারছি না।
এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে প্রচারণা চালান তা পর্যবেক্ষণের জন্য দুই নির্বাচনী এলাকায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। যখনই যে প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে, তখনই সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চলছে। কোনো প্রার্থী মোটর শোভাযাত্রার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনেও বিষয়টি জানানো হবে।
Advertisement
এমআরআর/জিকেএস