দিনাজপুরের হিলিতে অবৈধভাবে করাতকল পরিচালনায় দুই মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ছাতনী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর-এ আলম এ আদেশ দেন।
আরও পড়ুন: অবৈধ করাতকলে উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল
বিরামপুর চরকায় রেঞ্জের কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, বন ও পরিবেশ অধিদপ্তরের কাগজ ছাড়া যে সমস্ত করাতকল পরিচালিত হচ্ছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। বর্তমানে হাকিমপুর উপজেলায় করাতকলের সংখ্যা ১৮টি। এর মধ্যে ৪-৫টির কাগজপত্র রয়েছে।
Advertisement
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর-এ আলম বলেন, বিকেলে কয়েকটি করাত কলে অভিযান চালানো হয়। এসময় কল মালিক নজরুল ইসলাম ও মো. সবুরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আরও দুই করাতকল মালিককে সতর্ক করা হয়।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস