সাহিত্য

নারী এবং অন্য কবিতা

নারী

Advertisement

উত্তপ্ত দুপুরে নারী পান্না ঢেউ—আমাদের চোখ দেখেশুধুই রক্তমাংস।

অথচ নারী ফেরেন দৃঢ়ভাবেইপ্রতিটি পদক্ষেপে।

সভ্যতার প্রতি ইঞ্চিতে নারী—আমি মনের মধ্যে ঢুকে যেতে চাইমনের পাপ নেই, আফসোস থাকে না।

Advertisement

****

আটবার টাইমজোন পেরিয়েও তোমাকে দেখি

তোমার চোখে দেখি ট্রান্সসাইবেরিয়ান রেলপথসাগর হ্রদ বরফ পেরিয়েতুষারের পর তুষারসূর্যস্নাত বিস্তীর্ণ তৃণভূমি, উরাল পর্বতদি গোবি, দি বৈকাল, দি ইয়েনিসেই...

কত নন্দন কত ঝড় কত পাহাড়-বন কত জলকী নেই তোমার পাশে!প্রায় দশ হাজার কিলোমিটার দিয়েছ জুড়েএকটি হৃদয়েএশিয়া আর ইউরোপ।

Advertisement

আটবার টাইমজোন পেরোনোর কষ্ট আর ক্লান্তিমুছে পৌঁছায় তোমার কাছেইআমি আর তুমিমধ্যখানে ট্রান্সসাইবেরিয়ান রেলপথ—বেঁধে দিয়েছে আত্মিক বন্ধন।

****

মাতৃভূমি

রামু গেয়ে উঠুকঢাকেশ্বরী নেচে উঠুক বাগেরহাট করুক মোনাজাত।দোয়েল নেচে যাক অবিরতকাঁঠালের গায়ে—অর্কেস্ট্রা হোক মাতৃভূমি।

আমার কবিতারা উৎসব করুক সাভারে।

এসইউ/এমএস