নারী
Advertisement
উত্তপ্ত দুপুরে নারী পান্না ঢেউ—আমাদের চোখ দেখেশুধুই রক্তমাংস।
অথচ নারী ফেরেন দৃঢ়ভাবেইপ্রতিটি পদক্ষেপে।
সভ্যতার প্রতি ইঞ্চিতে নারী—আমি মনের মধ্যে ঢুকে যেতে চাইমনের পাপ নেই, আফসোস থাকে না।
Advertisement
****
আটবার টাইমজোন পেরিয়েও তোমাকে দেখি
তোমার চোখে দেখি ট্রান্সসাইবেরিয়ান রেলপথসাগর হ্রদ বরফ পেরিয়েতুষারের পর তুষারসূর্যস্নাত বিস্তীর্ণ তৃণভূমি, উরাল পর্বতদি গোবি, দি বৈকাল, দি ইয়েনিসেই...
কত নন্দন কত ঝড় কত পাহাড়-বন কত জলকী নেই তোমার পাশে!প্রায় দশ হাজার কিলোমিটার দিয়েছ জুড়েএকটি হৃদয়েএশিয়া আর ইউরোপ।
Advertisement
আটবার টাইমজোন পেরোনোর কষ্ট আর ক্লান্তিমুছে পৌঁছায় তোমার কাছেইআমি আর তুমিমধ্যখানে ট্রান্সসাইবেরিয়ান রেলপথ—বেঁধে দিয়েছে আত্মিক বন্ধন।
****
মাতৃভূমি
রামু গেয়ে উঠুকঢাকেশ্বরী নেচে উঠুক বাগেরহাট করুক মোনাজাত।দোয়েল নেচে যাক অবিরতকাঁঠালের গায়ে—অর্কেস্ট্রা হোক মাতৃভূমি।
আমার কবিতারা উৎসব করুক সাভারে।
এসইউ/এমএস