দেশজুড়ে

দেশে আধুনিক ক্রীড়ার রূপকার শেখ কামাল: প্রবাসীকল্যাণমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল বাংলাদেশের আধুনিক ক্রীড়ার রূপকার বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

Advertisement

শনিবার (২৮ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউিএনও) তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব পরিদর্শনে প্রবাসীকল্যাণমন্ত্রী

Advertisement

প্রতিযোগিতায় গোয়াইনঘাট উপজেলার ১২ ইউনিয়ন থেকে মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ১-৫ ফেব্রুয়ারি। আগামী ৯-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা।

এর আগে সকাল ৯টায় মন্ত্রী ১৫ কোটি টাকা নির্মিত গোয়াইনঘাট মডেল মসজিদ পরিদর্শন করেন। উপজেলার দুজন কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার ও পাঁচজন কৃষককে পাওয়ার ড্রেসার সিডার বিতরণ করেন তিনি।

ছামির মাহমুদ/আরএইচ/জেআইএম

Advertisement