জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। স্থায়ী ভেন্যুতে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক বাণিজ্যমেলার প্রধান ফটক করা হয়েছে মেট্রোরেলের আদলে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
Advertisement
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ‘নিকাই’ এর প্যাভিলিয়নে সরেজমিনে এমনই চিত্র লক্ষ্য করা গেছে।
শেষ মুহূর্তে লোকে লোকারণ্য হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এদিকে ছাড় ছাড়াই জমজমাট নিকাইয়ের প্যাভিলিয়ন। নিকাইয়ের পণ্যসামগ্রী কিনতে প্রচুর ক্রেতা প্যাভিলিয়নটিতে ভিড় করছেন।
জানা গেছে, নিকাইয়ের প্যাভিলিয়নটিতে ইন্ডাকশন কুকার ১৬ হাজার ৫০০ টাকা, রুটি মেকার ৪ হাজার ২০০ টাকা, চুলা ৩৪ হাজার ৫০০ টাকা, মাইক্রোওভেন ৩৪ হাজার ৫০০ টাকা, ওয়াশিং মেশিন ৩৮ হাজার ৫০০ টাকা, ননস্টিক সেট ১১ হাজার ৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
Advertisement
পরিবার নিয়ে মেলায় আসা শাহরিয়ার কবির নামের এক ব্যক্তি জানান, গত কয়েকদিন ধরে পরিবারের সদস্যরা বাণিজ্যমেলার কথা বলছিল। সময় বের করে আজ মেলায় নিয়ে এলাম তাদের। নিকাই প্যাভিলিয়নের কাছে আসতেই আমার স্ত্রী বললো, বাসার জন্য ইন্ডাকশন কুকার লাগবে। তাই একটি কুকার ক্রয় কিনে নিলাম এখান থেকে।
ওয়াশিং মেশিন ক্রয় করতে আশা সুলতানা সালমা নামের এক গৃহিণী জানান, হাঁটাহাঁটির মধ্যে হঠাৎ চোখ আটকে গেলো ‘নিকাই’ প্যাভিলিয়নের দিকে। আমাদের একটা ওয়াশিং মেশিন কেনার প্রয়োজন ছিল। তাই এখান থেকে কিনে নিলাম।
স্টলটির ইনচার্জ আশিকুর রহমান জানান, আমাদের প্যাভিলিয়নটিতে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া যায়। মেলার শুরুর দিকে ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি ছিল। তবে গত ৪-৫ দিন ধরে আমাদের ভালো কেনাবেচা হচ্ছে। আশা করছি, বাকি ৩-৪ দিনও ভালো ব্যবসা করতে পারব।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি।
Advertisement
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবারে মেলার প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিট কেনা যাবে।
এমআরএম/এমএস