নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই তৎপরতা দেখা যাচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মধ্যে। এরই মধ্যে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে দলটি। বিশেষ করে সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ। নানা নাটকীয়তার পর সেই গণসমাবেশেও সম্পন্ন করেছে দলটি। বিএনপি সরকারবিরোধী একক ও যুগপৎ আন্দোলনে নিজেদের সাংগঠনিক শক্তি জানান দেওয়ার চেষ্টা করছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, নেতাকর্মীদের মুক্তির দাবিতে নানা কর্মসূচি দিচ্ছে একের পর এক।
Advertisement
তবে বিএনপির সরকারবিরোধী যে চলমান বিক্ষোভ সমাবেশ কর্মসূচি তাতে কাঙ্ক্ষিত দাবি আদায় হবে কি না তা নিয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সংশয় রয়েছে। তাদের মতে, চলমান কর্মসূচি দিয়ে সরকার পতন সম্ভব নয়। সরকার পতনের জন্য আগামী ঈদের পর থেকেই কঠোর আন্দোলন কর্মসূচিতে যাওয়া উচিত।
জাগো নিউজের কাছে এমনটিই জানিয়েছেন বিএনপির ১০ সাংগঠনিক বিভাগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনের ফেনীর ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমেদ মজুমদার জাগো নিউজকে বলেন, ‘তৃণমূল নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি চান। হাইকমান্ড যে কর্মসূচি দেবে তৃণমূল নেতাকর্মীরা সেই কর্মসূচি পালনের জন্য ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নিয়েছেন। এখন কবে নাগাদ কঠোর কর্মসূচি আসবে সেটা আমরা বলতে পারি না, এটা দলের সিদ্ধান্ত।’
Advertisement
চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে নেতাকর্মীরা
আরও পড়ুন >> ১০ ডিসেম্বর ঘিরে জনমনে শঙ্কা-ভীতি
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, ‘চলমান কর্মসূচি ঠিক আছে, ধাপে ধাপে আরও বেগবান হওয়া উচিত। আগামী ঈদের পর শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধের মতো কঠোর শক্ত কর্মসূচি তৃণমূল নেতাকর্মীরা প্রত্যাশা করেন।’
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, ‘সরকার পতনের জন্য আগামী ঈদের পর হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যাওয়া উচিত।’
Advertisement
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির সদস্য মাসুদ করিম টিপু বলেন, ‘চলমান কর্মসূচি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে পক্ষে-বিপক্ষে দুই ধরনের মত রয়েছে। যেসব নেতার সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা রয়েছে সেখানে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা কর্মসূচি পালন করছেন। অন্যদিকে দলের কতিপয় নেতা রয়েছেন যাদের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই, বরং সরকারের সঙ্গে আঁতাত করে চলছেন, সেখানে কর্মসূচি পালন হচ্ছে না। কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের মধ্যে অস্পষ্টতা রয়েছে।’
আরও পড়ুন>> হয় মরবো না হয় দাবি আদায় করবো: গয়েশ্বর
তিনি বলেন, ‘এখনই নয়, আরও ছয় মাস পর হার্ডলাইনে যাওয়া উচিত। তখন হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলনে যেতে হবে এবং ওই কর্মসূচি ঢাকায় সফলভাবে পালন করতে হবে। সারাদেশে আন্দোলন কর্মসূচিতে যেসব নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের পরিবারগুলো যেন মনে করে দল সবসময় তাদের পাশে আছে, এমন ব্যবস্থা নিতে হবে।’
কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রঞ্জু জাগো নিউজকে বলেন, ‘ধাপে ধাপে যে কর্মসূচি দেওয়া হচ্ছে তা ঠিক আছে। তবে সরকার পতনের জন্য কর্মসূচি আরও বেগবান করতে হবে। সেক্ষেত্রে আগামী ঈদের পর হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করা উচিত বলে তৃণমূল নেতাকর্মীরা মনে করেন।’
ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু বলেন, সরকার যদি জনদাবি মেনে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দেয় , তাহলে দলের হাইকমান্ড সঠিক সময়ে কঠোর কর্মসূচি দেবে। আর সেই কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীরা প্রস্তুত আছে।
আরও পড়ুন>> রাজনীতি ছাত্রলীগকর্মীদের কাছে লাভ-লোকসানের বিষয় নয়
যশোর জেলার মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, যে কর্মসূচি চলছে তাতে আমরা খুশি। তবে এই বিক্ষোভ কর্মসূচি এখনই উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে না দিলে ভালো হয়, কারণ প্রশাসন আমাদের কর্মসূচি পালন করতে দেয় না। এ কারণে আরও পরে জুন-জুলাইয়ের দিকে থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দিলে ভালো হয়। এই মুহূর্তে জেলা, বিভাগীয় পর্যায়ে কর্মসূচি সীমাবদ্ধ রাখা ভালো বলে আমার কাছে মনে হয়।’
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলে নকিব মাখন বলেন, ‘চলমান কর্মসূচির মাধ্যমে যেটা বুঝি সেটা কর্মীদের নার্সিং করা হচ্ছে। তবে আরও কার্যকরী কর্মসূচি আসা উচিত, কিন্তু সেটা এখনই নয়। সরকারের মেয়াদ শেষ হওয়ার এক/দেড় মাস আগে থেকেই কঠোর আন্দোলনে যাওয়া উচিত।’
আরও পড়ুন>> সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে: মুন্না
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন বলেন, ‘চলমান কর্মসূচিতে আমরা উজ্জীবিত। আগামী নভেম্বর থেকে সরকার পতনের জন্য লাগাতার কঠোর কর্মসূচি চাই। যতক্ষণ পর্যন্ত সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই কর্মসূচি পালনের জন্য প্রস্তুত।’
গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশে নেতকার্মীরা
পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব বলেন, ‘নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও কৌশলী হয়ে চলমান আন্দোলন কর্মসূচি পালন করছি। আগামীতে আরও কঠোর কর্মসূচি দরকার। রোজার ঈদের পরে অথবা কোরবানির ঈদের পরে লাগাতার কর্মসূচি হওয়া উচিত। গণঅনশন, গণঅবস্থান, গণগ্রেফতার কর্মসূচি দেওয়া যেতে পারে বলে আমি মনে করি।’
আরও পড়ুন>> বিএনপির আন্দোলন নেতাদের মধ্যেই সীমাবদ্ধ: ওবায়দুল কাদের
ঢাকার প্রবেশদ্বার জেলাগুলোর মধ্যে একটি নারায়ণগঞ্জ। এই জেলার বিএনপির সাবেক সদস্য নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইমতিয়াজ আহমেদ বকুল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনে আছি। সরকার আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে কর্ণপাত করছে না। এরই মধ্যে তারা দুটি নির্বাচন করেছে। শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার যেন দুর্বলতা না ভাবে সেই ধরনের কর্মসূচি চান তৃণমূল নেতাকর্মীরা। আগামী দু-এক মাসের মধ্যে অর্থাৎ ঈদের আগে-পরে হরতাল-অবরোধের মতো লাগাতার কঠোর কর্মসূচি চান তৃণমূল নেতাকর্মীরা।’
তৃণমূলের মতো বিএনপির শীর্ষ নেতারাও কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় সম্ভব হবে বলে মন করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কর্মসূচি চলমান। ভবিষ্যতে আরও কঠিন কর্মসূচি আসবে, সেজন্য অপেক্ষা করতে হবে।’
স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জাগো নিউজকে বলেন, ‘আমরা অনেক হিসাব-নিকাশ করেই এগোচ্ছি। আন্দোলন কাকে বলে ও কত প্রকার তা সরকার অচিরেই দেখতে পাবে।’
কেএইচ/ইএ/এসএইচএস/জিকেএস