খেলাধুলা

আরব আমিরাতকে ১৩০ রানের লক্ষ্য দিল শ্রীলংকা

দিনেশ চান্ডিমাল আর তিলকারত্নে দিলশান মিলে দুর্দান্ত একটা জুটিই গড়ে তুলেছিলেন ওপেনিং জুটিতে। তখনেই সম্ভাবনা দেখা গিয়েছিল, হয়তো আরব আমিরাতের সামনে বড় স্কোরই গড়ে তুলতে যাচ্ছে শ্রীলংকা। কিন্তু ৬৮ রানের জুটিটা ভেঙে পড়তেই দৈন্যদশা বেরিয়ে এলো লংকানদের। চান্ডিমালের অনবদ্য ৫০ রান সত্ত্বেও আরব আমিরাতের সামনে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে লংকানরা।টস হেরে ব্যাট করতে নেমে তিলকারত্নে দিলশান আর দিনেশ চান্ডিমালই যা আশা জুগিয়েছিলেন। ১০ম ওভারে গিয়ে দিলশান আউট হয়ে যান ৩৬ বলে ২৭ রান করে। এরপর সিরিবর্ধনে (৬), দাসুন সানাকা (৫), অ্যাঞ্জেলো ম্যাথিউজরা (৮) আউট হয়ে যান দ্রুত। এদের মাঝেই আউট হন ৫০ রান করা চান্ডিমালও। ৩৯ বলে তিনি খেলেন ৫০ রানের ইনিংস। ৭টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। শ্রীলংকার পুরো ইনিংসে এলো এই একটি মাত্র ছক্কা।সেহান জয়সুরিয়া আর চামারা কাপুগেদারারা ১০ রান করে যোগ করেন দলীয় স্কোরের সঙ্গে। না হয় ১২৯ রানও হয় না লংকানদের। আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। মোহাম্মদ নাভেদ এবং মোহাম্মদ শেহজাদ নেন ২টি করে উইকেট।আইএইচএস/আরআইপি

Advertisement