মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
Advertisement
কমিটিতে সদর উপজেলার আধারা ইউনিয়নের বাসিন্দা আবুল হাসেমকে সভাপতি ও টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় এলাকার বাসিন্দা জাহিদুর রহমান জামালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আবুল হাসেম ঢাকা সেন্ট্রাল ল কলেজ ও জাহিদুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র।
কমিটির বাকি তিন সদস্য হলেন সহ-সভাপতি হিমেল মল্লিক, সিনিয়র যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক।
Advertisement
আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস