জাতীয়

জেলি পুশ করা ছয় হাজার কেজি চিংড়ি পুড়িয়ে দিলো কোস্টগার্ড

জেলি পুশ করা ছয় হাজার কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। কেরানীগঞ্জে অভিযান চালিয়ে এই চিংড়িগুলো জব্দ করে কোস্টগার্ড।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

আরও পড়ুন: নদীতে বিষ দিয়ে চিংড়ি শিকার

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কেরানীগঞ্জের ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় খুলনা থেকে আসা চট্টগ্রামগামী চারটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকে চালানো হয় তল্লাশি। এতে ছয় হাজার ১০০ কেজি (১৫২.৫ মণ) অবৈধ জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে নষ্ট করা হয়।

Advertisement

এসময় চিংড়ির প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

আরও পড়ুন: চিংড়ি মাছের রোগের লক্ষণ ও প্রতিরোধের উপায়

অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয়। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান।

টিটি/জেডএইচ/জেআইএম

Advertisement